ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭২৩

বদির আত্মীয়সহ ১০২ ইয়াবা কারবারীর আত্মসমর্পণ  

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৮ ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

আত্মসমর্পণ করলেন ১০২ ইয়াবা ব্যবসায়ী।

আজ শনিবার কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন তারা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসককামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

 

এদিকে ইয়াবা কারবারি আত্মসমর্পণ নিয়ে মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই।

আত্মসমর্পণের জন্য প্রস্তুতি নেয়া এরকম শতাধিক মাদক ব্যবসায়ীকে শুক্রবার পুলিশের সেফহোম থেকে টেকনাফে নিয়ে আসা হয়। যাদের মধ্যে ২০ থেকে ৩০ জন শীর্ষ ইয়াবা ব্যবসায়ীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত রয়েছেন ৫৫ থেকে ৬০ জন। এদের মধ্যে বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই আবদুর শুক্কুর, ভাগিনাসহ অন্তত ১০ জন নিকটাত্মীয় রয়েছেন। সকালে কক্সবাজার পুলিশের তত্ত্বাবধানে থাকা শতাধিক ইয়াবা ব্যবসায়ীকে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর